মানুষের আবেগ বোঝে ছাগল!

0
416

খবর৭১ঃ ছাগল মানুষের হাসি ও গম্ভীর মুখের ছবি আলাদাভাবে চিনতে পারে। বুধবার এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। এএফপি।

ইউরোপ ও ব্রাজিলের গবেষকরা জানান, ২০টি গৃহপালিত ছাগলকে একই ব্যক্তির হাসি ও গম্ভীর মুখের দুটি ছবি দেখানো হলে তারা হাসি মুখের ছবিটিকেই মুখ দিয়ে স্পর্শ করে।

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের সহকারী গবেষক ক্রিস্টিয়ান নওরোত বলেন, ‘ছাগল হাসিমুখের দিকে গড়ে ১.৪ সেকেন্ড তাকিয়ে থাকে এবং স্পর্শ করে। আর গম্ভীর মুখের দিকে ০.৯ সেকেন্ড তাকিয়ে থাকে।’

তিনি বলেন, ‘এর মানে, ছাগল আনুমানিক ৫০ শতাংশ বেশি সময় হাসি মুখের ছবির দিকে তাকিয়ে ছিল। তারা ছবিটিকে স্পর্শ করে।’

রয়েল সোসাইটি ওপেন সাইন্স পত্রিকায় গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। গবেষণায় বলা হয়েছে, ছাগল যে মানুষের আবেগ বুঝতে পারে, এটা তার প্রথম প্রমাণ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here