মানুষকে বিভ্রান্ত করতেই প্রধানমন্ত্রীর মিথ্যাচার: ফখরুল

0
292

খবর ৭১: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য মিথ্যাচারে ভরপুর বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বুধবার সংসদে দেশের সবেচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী যা বলেছেন সবই ভিত্তিহীন। প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যাচারে ভরপুর। তিনি মানুষকে বিভ্রান্ত করতেই বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে প্রতিনিয়ন মিথ্যাচার করছেন।’

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে আসার পর থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ভিত্তিহীন বক্তব্য দিয়ে আসছেন। অনবরত মিথ্যাচার ও বিষোদগার করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যে মিথ্যাচার করেছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। প্রধানমন্ত্রীর এ বক্তব্য রাজনৈতিক বিভেদ সৃষ্টি করবে।’

এ জন্য আদালতে তার বিরুদ্ধে মানহানির মামলা হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা করছে সরকার। আগামী জাতীয় নির্বাচন কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here