মানা হচ্ছে না নিয়মকানুন, নেই ফায়ার স্ক্যাপ: বনানীতে ড. কামাল

0
230

খবর৭১ঃ রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ ব্যক্ত করে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ‘ক’দিন পর পর আগুনে মানুষ মারা যাচ্ছে। কোথাও কোনও নিয়ম কানুন মানা হচ্ছে না। এ ধরনের বড় বড় বিল্ডিংয়ে সাধারণত ফায়ার স্ক্যাপ ব্যবস্থা থাকে। কিন্তু এখানে তেমনটি নেই।’

শুক্রবার (২৯ মার্চ) সকালে বনানীতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ড. কামাল সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অগ্নিদগ্ধ ও আহতদের খোঁজখবর নিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় তারা আহত ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন ও সার্বিক খোঁজখবর নেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে এক শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে এতে ৭০ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here