মানহানির মামলায় জড়াতে চলেছেন: রাহুল গান্ধী

0
300

খবর৭১:ভারতের এলাহাবাদ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান অজয় প্যাটেল কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে ব্যাংকের নামে মিথ্যা ও ভ্রান্তকর অভিযোগ আনার জন্য মানহানির মামলাটি করেন৷ আইনি ঝামেলায় জড়াতে চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ তার বিরুদ্ধে দায়ের হল মানহানির মামলা৷ এলাহাবাদের একটি কোঅপারেটিভ ব্যাংক স্থানীয় আদালতে মামলাটি দায়ের করে৷ রাহুল শুধু একা নন, দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালাকে পাঠানো হয়েছে মানহানির নোটিশ৷প্রথম বিষয়টি সামনে আনেন মুম্বইয়ের এক সমাজকর্মী৷ যিনি আরটিআই ফাইল করে এলাহাবাদের ওই কোঅপারেটিভ ব্যাংকের লেনদেন জানতে চান৷ যার পরিপ্রেক্ষিতে নাবার্ডকে মুখ খুলতে হয়৷ এই আরটিআইকে হাতিয়ার করে প্রথমে সুরজেওয়ালা ও পরে রাহুল গান্ধী সোচ্চার হন৷ ট্যুইটারে অমিত শাহকে এলাহাবাদ ব্যাংকের ডাইরেক্টর উল্লেখ করে সুরজেওয়ালার খোঁচা, পাঁচ দিনে ৭৫০ কোটি টাকা! পুরানো নোটকে বদলে নতুন নোটে রূপান্তরিত করার প্রতিযোগিতায় এলাহাবাদ ব্যাংক প্রথম হয়েছে৷
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here