মানহানিকর মন্তব্যের অভিযোগে রিজভী আহমেদ ও ডা. জাফর উল্লাহ চৌধুরীকে আইনি নোটিশ

0
321

খবর৭১:পুলিশ ও সরকারের প্রশাসন নিয়ে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরীকে আইনি নোটিশ পাঠিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানসহ ৭ কর্মকর্তা।

এক নোটিশে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়, গত ২৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে বলেন, গত ২০ নভেম্বর রাতে ঢাকা অফিসার্স ক্লাবের চার তলায়, এক গোপন বৈঠক করেন প্রধানমন্ত্রীর সচিব সাজ্জাদুল হাসান, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদসহ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা। অন্যদিকে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এদের বিরুদ্ধে নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও বিভিন্ন মন্তব্য করে, ডা. জাফর উল্লাহ চৌধুরী বলেছেন সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে সরকারি কর্মকর্তা ও পুলিশ। এসব মন্তব্যকে অসত্য, ভিত্তিহীন আর মানহানিকর বলে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here