মানবাধিকার পরিচালক নিয়োগ দিচ্ছে ফেসবুক

0
310

খবর৭১:মানবাধিকার পরিচালক নিয়োগ দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ফেসবুকে দেশটির শীর্ষ সামরিক কর্তাদের নিষিদ্ধের দুই সপ্তাহ পর এই ব্যবস্থা নিল সামাজিক মাধ্যমটি।

মার্চ মাসে জাতিসংঘের তদন্তকারীরা মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও জাতিগত ঘৃণা ছড়ানোর জন্য ফেসবুক’কে অভিযুক্ত করেন।

এরপর গত মাসে জাতিসংঘের একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এক ঘোষণায় বলেন, গণহত্যার জন্য দেশটির সামরিক বাহিনীর সিনিয়র ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা উচিত। জাতিসংঘের এই ঘোষণার পর ফেসবুক কর্তৃপক্ষ মিয়ানমারের সিনিয়র ২০ জনকে সিনিয়র কর্মকর্তাকে নিষিদ্ধ করে।

মানবাধিকার পরিচালক নিয়োগের বিজ্ঞাপনে ফেসবুক দাবি করেছে, ‘নিজেদের প্ল্যাটফর্মের মানবাধিকারের প্রভাবগুলি বোঝার জন্য আমরা উত্সর্গীকৃত।’
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here