মাননীয় কৃষি মন্ত্রীর নির্দেশনায় এই কর্মসূচির নড়াইলে কীটনাশকমুক্ত ধান উৎপাদনে কৃষকদের নিয়ে উৎসব

0
274

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: কীটনাশকমুক্ত ধান উৎপাদনে নড়াইলের মাঠে মাঠে কৃষকদের নিয়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিভাগের আয়োজনে এ উৎসবের ্আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, বোরোধানে পোকা দমনে কৃষকরা ক্ষতিকর কীটনাশক ব্যবহার করে থাকে। মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারনে শত্রু পোকা নিধনের সাথে বন্ধুপোকা গুলি মারা যায়। এছাড়া কীটনাশকের ব্যবহারে মানবদেহে রোগব্যাধিসহ নানা ধরণের ক্ষতি হয়ে থাকে। ধানসহ ফসলে কীটনাশকের ব্যবহার কমাতে কৃষি মন্ত্রীর নির্দেশে সারাদেশে পার্চিং উৎসবের আয়োজন করা হয়েছে। সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মীর্জাা ইমরুল ইসলাম, চন্দনা রানী বিশ^াস ও মুলিয়া ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান ও তহমিনা হোসাইন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ভদ্রবিলা ইউনিয়নের বিভিন্ন বিলে কৃষকদের নিয়ে পার্চিং উৎসব করা হয়েছে। বোরো ধানের জমির মধ্যে বাশের কঞ্চি, গাছের ডালা পুঁতে দেওয়া হয়েছে। যার কারনে পাখিরা এসব ডালে বসে পোকাগুলি ধরে খেয়ে ফেলবে। এর মাধ্যমে পোকার আক্রমণ কমে যাবে এবং কৃষকদের কীটনাশক ব্যবহার কমে আসবে। এতে ধান উৎপাদনে কৃষকদের খরচের পরিমাণ কিছুটা হলেও কমে আসবে। ভদ্রবিলা ইউনিয়নের পাইকড়া গ্রামের কৃষক আব্দুল আলীম জানান, কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী ধানক্ষেত্রে গাছের ডাল পুতে দেওয়া হয়েছে। পাখি বসে পোঁকা ধরে খেয়ে ফেলছে। পোকার আক্রমণ কমে গেলে এখন থেকে কীটনাশক ব্যবহার করা লাগবে না। সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের জঙ্গল গ্রামের কৃষক তফসির উদ্দিন জানান, বোরো ধানে পোকার আক্রমনের কারনে ৩/৪ বার কীটনাশকের ব্যবহার করতে হয়। পার্চিং পদ্ধতিতে যদি পোকার আক্রমণ কমে যায় তাহলে খুবই ভাল হবে। বিষমুক্ত ধান উৎপাদনের মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমে আসবে। নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক চিন্ময় রায়,নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, জেলার তিনটি উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিয়নের মাঠ পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়ে পার্চিং উৎসব করেছে। এছাড়া উপজেলা পর্যায়েও কৃষক ও সরকারী কর্মকর্তাদের নিয়ে উৎসব হয়েছে। মাননীয় কৃষি মন্ত্রীর নির্দেশনায় এই কর্মসূচির মাধ্যমে নড়াইল সহ সারাদেশে কীটনাশকের ব্যবহার কমে আসবে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here