মাদারীপুরে স্বাধীনতা দিবস কাবাডি খেলার ফাইনাল অনুষ্ঠিত, রাজৈর থানা দল চ্যাম্পিয়ন

0
580

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় (হাডুডু) কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা শনিবার বিকালে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা দুটি দল অংশ গ্রহন করে, খেলার নির্ধারিত সময় শেষে রাজৈর থানা দল ২৮-২৬ পয়েন্টে সদর মডেল থানা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতারন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশন সাধারন সম্পাদক হাবিবুর রহমান, মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর পৌরসভার মেয়র শামিম নেওয়াজ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে. অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব, সদর থানার টিম ম্যানেজার ও অফিসার ইনচার্জ কামরুল হাসান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুকদেব রায়। মাদারীপুর জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতায় দুই গ্রুপে ছয়টি দল অংশগ্রহন করে। তারা হল সদর মডেল থানা দল, শিবচর থানা দল, কালকিনি থানা দল, রাজৈর থানা দল, ডাসার থানা দল ও পুলিশ লাইন্স দল।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here