মাদারীপুরে বিএনপির মতবিনিময় সভা

0
385

এস. এম. রাসেল, মাদারীপুর প্রতিনিধি:
দলে অভ্যন্তরীণ মতপার্থক্য থাকতে পারে। কিন্তু দেশ আজ গভীর সঙ্কটে। সরকার মানুষের কথা বলার অধিকার হরণ করেছে। দলের নেত্রী খালেদা জিয়া কারাগারে। সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে দলের সব নেতাকর্মীকে মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো স্বৈরাচারের পতন ঘটেনি।
খালেদা জিয়ার বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার, দন্ড বাতিল করে অবিলম্বে মুক্তি দেয়া এবং নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব জাহান্দার আলী জাহানের বাড়ীতে নির্মিত নতুন দলীয় হলরুমে মাদারীপুর সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় বক্তারা এ সব কথা বলেছেন।
মাদারীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মার্তুজা আলম ঢালীর পরিচালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব জাহান্দার আলী জাহান। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজিবর হাওলাদার, সহ-সভাপতি এ্যাডভোকেট সাইফুর রহমান চুন্নু, যুগ্ন- সম্পাদক মোঃ নজরুল ইসলাম লিটু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শরীফ মোঃ সাইফুল কবীর, এ্যাডভোকেট গোলজার আহমেদ চিশতী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গাউস উর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, জেলা ছাত্রদল সভাপতি মোফাজ্জেল হোসেন মফা খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ মহসীন মোড়ল, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান বাচ্চু, যুবদলের সহ-সভাপতি মোঃ ফারুক বেপারী, যুগ্ন-সম্পাদক বিমল দেবনাথ গেদু। এ সময় উপস্থিত ছিলেন, মহিলাদলের লাইজু আক্তার, বাস্তহারাদলের সভাপতি বুলি বেগম, মোঃ জাকির হোসেন সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here