মাদারীপুরে বজ্রপাতে নিহত ২

0
400

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় পৃথক দুটি বজ্রপাতে কৃষক মতলেব বেপারী (৪২) ও গৃহবধূ কল্পনা বাড়ৈ (৪০) নিহত হয়েছে। পৃথক এ ঘটনা দুটি ঘটেছে রোববার বিকাল সাড়ে ৩ টার সময় দুর্গাবর্দ্দী গ্রামে ও শনিবার রাত ৮টার দিকে আমগ্রাম সিরাজকাঠি গ্রামে ।
এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানাযায়, রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে রাজৈর উপজেলার দুর্গাবর্দ্দী গ্রামের রেজ্জেক বেপারীর ছেলে মতলেব বেপারী (৪২) নামে এক কৃষক মাঠে কাজ করে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। এদিকে শনিবার রাত ৮টার দিকে একই উপজেলার আমগ্রাম সিরাজকাঠী গ্রামে কল্পনা বাড়ৈ (৪০) নামের এক গৃহবধূ বজ্রপাতে নিহত হয়েছে। সে একই গ্রামের সমর বাড়ৈর স্ত্রী। প্রচন্ড ঝড়বৃষ্টি শেষে দিকে গৃহবধূ কল্পনা বাড়ৈ রান্না ঘরে যাচ্ছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতের শিকার হন। তাৎক্ষনিক পরিবারের লোকজন কল্পনা বাড়ৈকে মূমূর্ষ অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল জানান, কল্পনা বাড়ৈ বজ্রপাতের শিকার হয়ে মারা যায়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বজ্রপাতে এক কৃষক ও গৃহবধূ নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here