মাদারীপুরে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের গ্রেপ্তার ১৫ ল্যাপটপ, ডিভাইস, প্রিন্টারসহ প্রশ্নপত্র উদ্ধার

0
258

এস. এম. রাসেল মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকার দুটি বাসায় তল্লাশি চালিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র ফাঁসকারী চক্রের ১৫ জনকে শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে মাদারীপুর ডিবি পুলিশ। এ সময় প্রশ্নফাঁস চক্রের কাছ থেকে ল্যাপটপ, ডিভাইস, প্রিন্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল উদ্ধার করা হয়েছে।
মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুমন দেব জানান, গতকাল থেকেই আমরা এই চক্রটির বিষয়ে অবগত হয়ে আমরা এদের গতিবিধি নজরদারিতে রেখেছিলাম। পরে শুক্রবার সকালে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হলে তাদের সরবরাহ করা প্রশ্নপত্রের সাথে হুবহু মিল পাওয়া গেলে ইনেসপেক্টার রথিন্দ্রনাথ ও এসআই আঃ রশিদসহ আমরা গোয়েন্দা পুলিশের ৮ সদস্যর একটি টিম নিয়ে শহরের পাঠককান্দি এলাকার দুটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫ জন প্রশ্নফাঁস চক্রের সদস্যকে গ্রেপ্তার করি এবং তাদের সাথে থাকা বিভিন্ন ইলেকট্রনিকট মালামলা উদ্ধার করি।
তিনি আরো জানান, আটককৃতদেরকে আরো ব্যাপক ভাবে জিজ্ঞাসাবাদ করে আমরা সারা বাংলাদেশের প্রশ্নফাস চক্রকে ধরার চেষ্টা করবো এবং আটককৃতদের আইনের আওতায় নিয়ে আসবো।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here