মাদকের ‘মদ’সহ অ্যাম্বুলেন্স আটকালো পুলিশ সিনিয়র করেসপন্ডেন্ট

0
385

খবর৭১ঃ সাধারণত অ্যাম্বুলেন্সে রোগী নেওয়ার কথা। কিন্তু এবার রোগীর বদলে মিললো ৯৪৫ লিটার মদ। আর এ মদের মালিকানা দাবি করলো খোদ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কিন্তু বিধিবাম! সন্দেহ হওয়ায় তা আটকে দিলো পুলিশ। নিয়ে গেল থানায়। আটক করা হলো চালক শহীদুল ইসলামকে (৩৫)।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় এমন ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মোল্লা জানান, ময়মনসিংহ থেকে একটি অ্যাম্বুলেন্স টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় মুক্তাগাছা শহরে পৌঁছালে তার নেতৃত্বে থাকা একদল পুলিশের সন্দেহ হলে সেটি আটক করে। তল্লাশি করলে রোগীর বদলে ভেতরে দেখা মেলে ৩৫টি প্লাস্টিকের কন্টিনার।

প্রত্যেকটি কন্টিনারে পাওয়া যায় বাংলা মদ। পরে পুলিশ সেটিকে থানায় নিয়ে যায়।

খবর পেয়ে ময়মনসিংহ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর মুক্তাগাছা থানায় গিয়ে এসব মদ বৈধ দাবি করে মদসহ অ্যাম্বুলেন্সটি ছাড়িয়ে নিতে চেষ্টা করেন।

কিন্তু পুলিশ তার কথায় আশ্বস্ত হতে পারেনি। জানানো হয়, বৈধ কাগজ দেখাতে পারলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিব।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here