মাদকবিরোধী অভিযানের সফল নায়ক এসপি জসিম উদ্দিন পিপিএমকে শুভেচ্ছা জানালেন নড়াইলের স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা

0
250

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃনড়াইলে চলমান মাদকবিরোধী অভিযানে খুশি হয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএমকে শুভেচ্ছা জানালেন নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, বৃহস্পতিবার (২১ জুন) সকাল ১১টায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় নেতাকর্মীরা এসপিকে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ পলাশ, নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীসহ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা প্রমুখ। চলমান মাদবিরোধী অভিযানে নড়াইল জেলা থেকে অনেক মাদকসেবী ও ব্যবসায়ী নির্মূল হয়েছে বলে ধারণা এ সকল নেতাকর্মীদের। আর এ সবই সম্ভব হয়েছে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএমের সঠিক দিক-নির্দেশনা ও সফল অভিযানের কারণে। নেতাকর্মীরা নড়াইল পুলিশের এই সাফল্যে খুবই খুশি বলে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের নিকট একান্ত সাক্ষাৎকারে জানান। এ প্রসঙ্গে নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে জানান, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম কয়েক মাস নড়াইলে যোগদান করেই নড়াইলের চিত্রপট পরিবর্তনে সক্ষম হয়েছেন। মাদকের অভয়ারণ্যে পরিণত নড়াইল জেলা আজ মাদকশূন্য। মাদকসেবী ও ব্যবসায়ীদের নিকট মূর্তিমান আতঙ্ক এই পুলিশ সুপারের সঠিক দিক নির্দেশনায় নড়াইল সদর, কালিয়া, লোহাগড়া, নড়াগাতি থানা পুলিশসহ ডিবি পুলিশের সদস্যরা নিরলস পরিশ্রম করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মাদকব্যবসায়ীদের। সেই সাথে উদ্ধার করেছে বিপুল মাদকদ্রব্য। নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয় কর্তৃক প্রদত্ত এক রিপোর্টে জানা গেছে, চলতি বছরের ১লা মে থেকে শুরু করে ২০ জুন পর্যন্ত নড়াইল জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মাদক মামলায় ১৫০ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় নড়াইল জেলা পুলিশের সদস্যরা। সেই সাথে ১০৩টি মাদক মামলাও দায়ের হয়। অভিযান চলাকালে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৫ পিচ ইয়াবা, ৫৫ বোতল ফেনসিডিলসহ ৫ লিটার দেশী মদ জব্দ করে পুলিশ। মাদকবিরোধী অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নড়াইলবাসী পুলিশ সুপারের নিকট কৃতজ্ঞ। শুধু প্রশাসনিক কাজে নিজেকে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন অভিযানে পুলিশ সুপার নিজেই সক্রিয় অংশগ্রহণ করে স্থান করে নিয়েছেন নড়াইলবাসীর অন্তরে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের নিকট একান্ত সাক্ষাৎকারে ক্লাবটির সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে জানান, মাদক, জঙ্গি, সন্ত্রাস কোনো সভ্য সমাজের অংশ হতে পারে না। এ কারণে নড়াইলকে মাদক, জঙ্গি, সন্ত্রাসমুক্ত করতে নড়াইল পুলিশ সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। ফলে নিয়মিতভাবেই চলছে মাদকবিরোধী অভিযান। এছাড়াও নড়াইলের কোনো ব্যক্তির নিকট যদি মাদক, জঙ্গি ও সন্ত্রাস সম্পর্কে কোনো খোঁজ-খবর থাকে তাহলে সাথে সাথে পুলিশ সুপারকে অবগত করানোর জন্য নড়াইলবাসীকে উদাত্ত আহ্বান জানান।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here