মাঝ পথে রুখে দিল মার্কিন যুদ্ধবিমান

0
298

খবর৭১:মার্কিন যুদ্ধবিমান আন্তর্জাতিক আকাশ দিয়ে ওড়ার সময় আবার মাঝ আকাশে রাশিয়ার যুদ্ধবিমানের মুখোমুখি হয়েছে। তবে এতে কোনো দূর্ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিশ্ব।

মার্কিন নেভির পি-৮ প্লেন আকাশে ওড়ার সময় রাশিয়ান এসইউ-২৭ জেট বিমান সেটির খুব কাছাকাছি চলে আসে। এক পর্যায়ে উভয় প্লেনের দূরত্ব ২০ ফুটের মধ্যে চলে আসে।

ঘটনাটি ঘটেছে বাল্টিক সাগর এলাকায়। আন্তর্জাতিক আকাশে ঘটনাটি ঘটায় সে এলাকায় সব দেশেরই অধিকার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘটনাটিকে অত্যন্ত ‘অপেশাদারী’ আচরণ হিসেবে বর্ণনা করা হয়েছে।

এর আগেও মার্কিন প্লেন সে এলাকায় ওড়ার সময় বাধা দিয়েছিল রাশিয়ান ফাইটার জেটগুলো। তবে এবার রাশিয়ার বিমানগুলোর আচরণ বেশ বিপজ্জনক ছিল বলেই মনে করছেন তারা।

এ ঘটনায় মার্কিন মুখপাত্র হিথার নিউয়ার্ট বলেন, রাশিয়ার সামরিক বাহিনী স্পষ্টত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে সম্পূর্ণ বিপরীত তথ্য দিয়েছেন।
তিনি অভিযোগ করেন, মার্কিন প্লেনটিই আকাশে ওড়ার সময় রাশিয়ান প্লেনের কাছাকাছি চলে এসেছিল।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here