মাগুরায় বন্দুক যুদ্ধে ৩ মাদক ব্যবসায়ী নিহত

0
237

খবর৭১:মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরতলীর বাটিকাডাঙ্গা এলাকায় বুধবার মধ্যরাতে বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে আভ্যন্তরিন দন্দ্বে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ছয়ের উদ্দিন আহমেদ জানিয়েছেন, বুধবার রাত ১টার দিকে মাগুরা শহরতলীর বাটিকাডাঙ্গা তিন রাস্তার মোড় এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় ভায়না এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃত মহিউদ্দিন চোপদারের ছেলে বাচ্চু চোপদার (৫০), নতুন বাজার এলাকার খোকন অধিকারীর ছেলে কিশোর অধিকারী ওরফে কালা (৩৭) ও ইসলামপুর পাড়ার আব্দুর রাজ্জাক ঢালির ছেলে রায়হান ঢালি ওরফে বৃটিশ (২০)কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে আভ্যন্তরিন দন্দ্বে তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে জানা গেছে। এ সময় তাদের অন্য মাদক ব্যবসায়ী সঙ্গীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩২০ গ্রাম হেরোইন, গাজা ১ কেজি, ৫ বোতল ফেন্সিডিল ও ৩ রাউন্ড টুটুবর রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
মাগুরা সদর থানায় নিহত মাদক ব্যবসায়ীদের মধ্যে বাচ্চু চোপদারের নামে ৭টি, কিশোর অধিকারী কালার নামে ১০ টি ও রায়হান ঢালি ওরফে বৃটিশের নামে ১০ টি মাদক মামলা রয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here