মাগুরায় প্রথম দিনে জেলা প্রশাসকের ড্রাইভার সহ ৪২জনকে জরিমানা

0
239

মাগুরা প্রতিনিধিঃ নিরাপদ সড়ক এর লক্ষে ট্রাফিক সপ্তাহ শুরুর পর প্রথম দিনে মাগুরায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম। প্রথম দিনেই জেলা প্রশাসকের ড্রাইভারসহ ৪২জনকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্কাউটের সহাযোগিতায় গতকাল মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে এ অভিযান পরিচালিত হয়। প্রথমদিনের অভিযানের শুরুর দিকে জেলা প্রশাসক আতিকুর রহমানকে বহন করে ডিসি অফিসে ঢোকে তার গাড়ি। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত জেলা প্রশাসকের গাড়ি চালক নূর ইসলাম ও তার গাড়ির কাগজপত্র পরিক্ষা করেন। তার কাগজপত্র ঠিক থাকলেও তিনি গাড়িতে সীট বেল্ট না বেধে গাড়ি চালিয়ে আসেন। অভিযোগে তাকে মোটরযান আইনে ২শত টাকা জরিমানা করা হয়। এছাড়া পুলিশ কর্মকর্তা, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন মানুষের যানবাহনের কাগজপত্র পরিক্ষা করে ৪২টি মামলা ও ৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অবৈধ গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাজু নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে ভ্রাম্যমান আদালত।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here