মাগুরার শ্রীপুর তথ্য অফিসের উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

0
234

স্বপন বিশ্বাস মাগুরা প্রতিনিধি:
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে শ্রীপুর এম.সি পাইলট স্কুল মাঠে বৃহস্পতিবার দুপুরে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, আয়োজনে এ সংগীতানুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আহসান উল্লাহ শরিফী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রীপুর মধুসূদন সাহা, শিক্ষা অফিস, মাগুরার পরিদর্শক মাজেদুর রহমান ও শ্রীপুর এম.সি পাইলট স্কুলের প্রধান শিক্ষক। অনুষ্ঠানে উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশন করেন জেলা তথ্য অফিসের শিল্পীদল ও শ্রীপুর এম.সি পাইলট স্কুলের ছাত্রীরা। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আহসান উল্লাহ শরিফী।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here