মাগুরার মহম্মদপুরের ঘুল্লিয়া গ্রামে দুদল গ্রামবাসির সংঘর্ষে আহত ৪০। আটক ৫

0
366

মাগুরা প্রতিনিধি॥
মাগুরার মহম্মদপুরের ঘুল্লিয়া গ্রামে গতকাল রবিবার রাতে দুদল গ্রামবাসির সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। ৫ ঘন্টা স্থায়ী সংঘর্ষে আহতদের মাগুরা ২৫০ শয্যার সদর হাসপতাল ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।
আহতরা জানান- পূর্ব বিরোধের জের ধরে ঘুল্লিয়া গ্রামে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান শিকদার ও সাকিবুল ইসলাম পিকুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে রবিবার সকালে সামান্য কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। রোববার রাত ৯টার দিকে উভয়পক্ষ ঢাল-সড়কি, রামদা ছ্যানদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। রাত ২টা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় উভয়পক্ষে অন্তত ৪০জন আহত হয়। কমপক্ষে ১০টি বাড়িঘর ভাংচুর হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩০জনকে মাগুরা ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রায় ৩ ঘন্টা পর পুলিশ সেখানে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান- ঘটনাস্থল মহম্মদপুর থানা থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে। রাস্তাও খারাপ। রাতে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here