মাউন্ট সোপুতান আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই উদগীরণ

0
318

খবর৭১:ইন্দোনেশিয়ার মাধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের মাউন্ট সোপুতান আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই উদগীরণ হয়েছে।

রবিবার আগ্নেয়গিরিটি থেকে এ উদগীরণ শুরু হয় বলে দেশটির দুর্যোগ সংস্থার একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।

আগ্নেয়গিরির ধোঁয়া ও ছাই জ্বালামুখের দক্ষিণপশ্চিম ও দক্ষিণ দিকে যাচ্ছে। প্রায় ৩০ মিনিট ধরে উগগীরণ ঘটে বলে জানা গেছে। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ছাইমেঘ আকাশের প্রায় সাড়ে সাত কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সুতোপো পুরোউ নুগরোহো জানান, আগ্নেগিরিটি দিয়ে দুবার ছাইমেঘ উদগীরণ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ৫৭ মিনিটে ছাইমেঘের পুরু স্তর ৭.৫ কিলোমিটার উঁচুতে ও সকাল ৭টা ৪৩ মিনিটে ৭ কিলোমিটার উঁচুতে উঠে ছড়িয়ে পড়েছে
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here