মাউন্টেনবাইক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন চট্টগ্রামের মিজানুল, বান্দরবানে কাওসার

0
279

নুসিং থোয়াই মার্মা (বান্দরবন প্রতিনিধি) :

সাজেক থেকে থানচি পর্যন্ত ৩০০ কি:মি: দূর্গম জয় করেছে প্রতিযোগীরা।

চ্যাম্পিয়নদের ১ হাজার ডলার করে মোট দুই হাজার ডলার পুরস্কার দিয়েছেন বান্দরবন জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। ৪৬ তম বিজয় দিবসে ব্যতিক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয় এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব দ্বিতীয় বারের মতো ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগীতা সাজেক পর্যটনে শনিবার সকাল
সাড়ে ৯ টায় সাজেক টু তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাংগামাটি ও বান্দরবান জেলা থানছি পর্যন্ত ৩শ কিলোমিটার মাউন্টেন বাইক প্রতিযোগীতায় অংশ নেন ৫৩জন পুরুষ ও ৩ নারী ।

এই উপলক্ষ্যে বান্দরবন পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আজ ১২ টায় থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগীদের স্বাগত জানান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। বান্দরবন থেকে সকাল ৯ ঘটিকায় রওনা হয়ে দুপুর ১২টা ০৫ মিনিটে থানচি পৌঁছেন ন্যাশনাল টিম মিজানুল আজম। পর পর ২ মিনিটের ব্যবধানে পৌছেন বান্দরবানে কাওসার উদ্দিন।
পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অতিরিক্ত সচিব ড.মো নাসির উদ্দিন, জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, ট্যুর ডি সিএইচটি’র প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর খন্দকার, থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ আব্দুল সাত্তার ভুইয়া, জেলা পরিষদের সদস্য থোয়াইহ্লামং মারমা প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here