মাংস কেজি ২৬৭২, আলু ৫৬২ টাকা!

0
323

খবর ৭১ঃএক কেজি আলুর দাম ৫৬২ টাকা, চাল ৭০২ টাকা, গাজর ৮৪৩ টাকা, পনির ২১০৯ টাকা এবং মাংস ২৬৭২ টাকা!

দেশে আর্থিক মন্দা দেখা দিলে জীবনযাপনের ওপর প্রভাব পড়ে। বেড়ে যায় নিত্যপণ্যের দাম। তাই বলে এভাবে বাড়বে? ভেনেজুয়েলার বাসিন্দাদের পড়তে হচ্ছে এমনই পরিস্থিতিতে।

সেদেশে মুদ্রাস্ফীতির ভয়াবহ রাক্ষুসে থাবায় চরম দুরাবস্থা সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনযাপনে।

বাংলাদেশি টাকায় এখন এমনই দাম সেখানকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের। ভেনেজুয়েলার মুদ্রা বলিভার। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে একটা মুরগির দাম দেড় কোটি বলিভারে পৌঁছে গেছে!

ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ল্যাটিন আমেরিকার এই দেশে দেখা দিয়েছে তীব্র আর্থিক মন্দা। আইএমএফের (ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড) হিসাব অনুযায়ী, এ বছর সেদেশের মুদ্রাস্ফীতির হার দশ লাখ শতাংশ বৃদ্ধি পাবে।

পরিস্থিতি খুব নাজুক। এক মাসেরও কম সময়, ২৬ দিনেই দ্বিগুণ মূল্যবৃদ্ধি এখন সেখানে নিত্য ঘটনা।

গত সোমবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোই মুদ্রাস্ফীতির মোকাবিলায় নতুন নোট বাজারে এনেছেন। ঘোষণা করেছেন নয়া অর্থনীতি। সূত্র: এবেলা
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here