মহড়া শেষে দেশে ফিরছে যুদ্ধ জাহাজ ‘ধলেশ্বরী’

0
495

খবর৭১:ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক সমুদ্র মহড়া অংশগ্রহণ শেষে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘ধলেশ্বরী’ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নৌ জেটিতে পৌঁছেছে।

যুদ্ধ জাহাজটি পৌঁছালে বাদ্যযন্ত্র পরিবেশনের মধ্য দিয়ে জাহাজটিকে আমন্ত্রণ জানানো হয়। এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এএফডবিউসি, পিএসসিসহ স্থানীয় নৌ কর্মকর্তারা, অফিসার ও নাবিকদের পরিবাররাও উপস্থিত ছিলেন।

গত ৬ থেকে ১৩ মার্চ পর্যন্ত ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিত বহু-পাক্ষিক এ মহড়ায় ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়াসহ ৯টি দেশের ২৮টি যুদ্ধ জাহাজ অংশ নেয়। এ ধরনের মহড়া সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এবারের মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘ধলেশ্বরী’ ১৫৭ জন নৌ-সদস্য নিয়ে অংশগ্রহণ করে। আইএসপিআর থেকে এ তথ্য জানা গেছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here