মহেশখালী পৌরসভার ওয়ার্ডের কাউন্সিলর উপর দুর্বৃত্তদের হামলা

0
631

খবর৭১ঃ মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালামত উল্লাহ দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। আশঙ্কজনক অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মহেশখালী উপজেলা পরিষদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সালামত উল্লাহ জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে মহেশখালী উপজেলা পরিষদ এলাকা থেকে পেশাগত দায়িত্ব পালন করে বাড়িতে ফিরছিলেন। এ সময় অন্ধকার একটি গলি থেকে ১০ থেকে ১২ জন ব্যক্তি লোহার রড ও হাতুড়ি দিয়ে তার ওপর হামলা করে।

সালামত উল্লাহর অভিযোগ, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়ার নির্দেশে তার ওপর এই হামলা চালানো হয়েছে। পরে হামলাকারীরা তাকে একটি নির্জন স্থানে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক শাহিন আব্দুর রহমান চৌধুরী বলেন, ‘আহত সালামত উল্লাহর অবস্থা আশঙ্কাজনক। তাই সালামত উল্লাহকে বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

এদিকে হামলার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া। তিনি বলেন, ‘আমি কক্সবাজারে ছিলাম। সালামত উল্লাহকে মদ্যপান অবস্থায় স্থানীয় জনগণ গণধোলাই দিয়েছে।’

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর বলেন, ‘ঘটনাটি শোনার পর রাতেই মহেশখালী হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এখনো আমরা অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই মামলা নেওয়া হবে।’

মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মাহবুব রোকন বলেন, ‘প্রেসক্লাব সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় সাংবাদিকরা প্রেসক্লাবে প্রতিবাদ সভা করেছে। এ ছাড়া কক্সবাজারের বিভিন্ন সাংবাদিক সংগঠন এ হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।’
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here