মহাসড়কে আগুন জালিয়ে মুক্তিযোদ্ধা সন্তানদের অবরোধ!

0
231

রুমি নোমান ইবি প্রতিনিধিঃ
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারী চাকুরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার দাবিতে রাস্তায় টায়ার জ¦ালিয়ে দীর্ঘ চার ঘন্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তানরা। রবিবার বেলা ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত ক্যাম্পাস গেটের সামনের রাস্তা অবরোধ করে তারা। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পরে সাধারণ যাত্রীরা। এছাড়াও ক্যাম্পাসের দুপুর দুইটার বাসও বন্ধ করে দেয় আন্দলনকারীরা। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা বিপাকে পরে। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের ব্যানারে রোববার আন্দোলনে নেমেছিল তারা। একই দাবিতে এর আগে গত বৃহস্পতিবার ও শনিবার এই মহাসড়ক অবরোধ করেছিল তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে, দীর্ঘ যানজটের ফলে অতিষ্ট যাত্রীরা গাড়ি থেকে নেমে হেটেই গন্তব্যে উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিছু যাত্রী ব্যাগ,বস্তা মাথায় নিয়ে আন্দোলন স্থল পার হয়। গাড়ি আটকে যাওয়ায় অটোরিক্সার আশ্রয় নেয় অনেক রোগী। এদিকে দুপুর একটায় প্রক্টর অ্যধাপক মাহবুবর রহমান ঘটনা স্থলে এসে আন্দোলনকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পরে বেলা দুটার দিকে রাস্তায় টায়ার জ¦ালায় আন্দোলনকারীরা।

পরে কেন্দ্রের নির্দেশনায় বিকেল ৪ টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।

এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের পরিবহণ প্রশাসক আনোয়ার হোসেন জানান, ‘আন্দোলনকারীদের সড়ক অবরোধের কারণে দুটার গাড়ি ক্যাম্পাস ছেড়ে যায়নি। এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের সাথে পরামর্শ করে সাড়ে চারটায় গাড়ি ছাড়া হয়েছে।’

কোটা পুনর্বহাল আন্দোলনের আহ্বায়ক আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘জনদুর্ভোগের কথা বিবেচনা করে আজকের মত আন্দোলন প্রত্যাহার করেছি। তবে দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here