করোনাঃ বাড়ছে মহামারীর গতি

0
617
করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০ নির্দেশনা

খবর৭১ঃ
বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা প্রাণঘাতী করোনা ভাইরাসের গতি বেড়েই চলছে। এ জন্য সকল দেশকে আরো জোরালোভাবে এটিকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এমনটি বলা হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাডহানম গ্রেব্রেইয়েসুস বলেন, করোনা মহামারীর গতি বেড়েই চলছে। প্রথম করোনা শনাক্ত হওয়ার পর মাত্র ৬৭ দিন পরই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে , পরের ১১ দিনে আরো এক লাখ ছাড়িয়েছে এবং এর চারদিন পর আরো এক লাখ ছাড়িয়েছে। আমরা এই মহামারীর গতিপথ পরিবর্তন করতে পারি।

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বিশ্বের বড় ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর জোট জি-২০’র নেতাদের কাছে স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বেজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার জন । এর মধ্যে মারা গেছেন ১৫ হাজার৪শ জন; সুস্থ হয়েছেন এক লাখ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here