মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্যের সমাবেশে যোগ দেবে বিএনপি

0
276

খবর ৭১ঃ মহানগর নাট্যমঞ্চে আয়োজিত জাতীয় ঐক্যের সমাবেশে যোগ দেবে বিএনপি। আগামী ২২শে সেপ্টেম্বর এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। বুধবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির নীতিনির্ধারকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সমাবেশে মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেবেন। জাতীয় ঐক্যের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে বৃহত্তর জাতীয় ঐক্যসহ আন্দোলনের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে অধিকাংশ সদস্য ড. কামাল হোসেনের নেতৃত্বের বিষয়ে পক্ষে মত দিয়েছেন। এখন এ ব্যাপারে লন্ডনে চিকিৎসাধীন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবুজ সংকেত দিলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটি।

এর আগে সোমবার রাতে অনুষ্ঠিত দলের নীতিনির্ধারকদের বৈঠকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ১৩ দফা ও উপদফা এবং নয়টি লক্ষ্যে খসড়া চূড়ান্ত করা হয়। এই খসড়া নিয়ে ড. কামালের সঙ্গে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা এ কথা বলেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির এই খসড়ার সঙ্গে প্রায় একমত পোষণ করেছেন ড. কামাল হোসেন। সূত্র জানায়, ড. কামাল হোসেন ছাড়াও বাম গণতান্ত্রিক জোটের আট দলের সঙ্গেও এ বিষয় নিয়ে আলোচনা চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতা এ কাজ করছেন। সেক্ষেত্রে সবাই ড.কামাল হোসেনের নেতৃত্বে বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের বিষয়ে একমত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here