মমতা, অমিতাভ, রাহুল ও শচীনদের কাছে যে বার্তা পাঠালেন মোদি

0
335

খবর ৭১ঃআগামী এপ্রিলে ভারতে লোকসভার নির্বাচন। দেশটিতে প্রায় একমাস ধরে চলবে ভোট উৎসব। এই উৎসবে আরও বেশি মানুষকে সামিল করতে দেশটির রাজনৈতিক নেতাদের পাশপাশি সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মী, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের কাছে আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার একাধিক ট্যুইট করে এই আহ্বান রাখেন মোদি।
সকালের দিকে প্রথম ট্যুইট করে তিনি জানান, ‘ভারতের সকল ভোটদাতা বিশেষ করে আমার অল্পবয়সী বন্ধুদের কাছে মজবুত গণতন্ত্র গঠনের লক্ষ্যে আমার চার অনুরোধ। ১) ভোটার হিসেবে আপনার নাম নিবন্ধন করুন, ২) আপনার নাম তালিকায় নথিভুক্ত হয়েছে কি না তা পরীক্ষা করে নিন, ৩) ভোটের তফসিল ঘোষণা হয়ে গেছে তাই ভোট প্রদানের দিনটি বাদে এই গ্রীষ্মকালে আপনার সমস্ত কর্মসূচি স্থির করুন। ৪) আপনার পরিবারের সদস্য, বন্ধু এবং সহকর্মীদের ভোটদানে উৎসাহ দিন।
এরপরের ট্যুইটে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি, এনসিপি নেতা শরদ পাওয়ার, বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে সভাপতি এম.কে.স্টালিন-কে উদ্দেশ্য করে মোদি লেখেন, আমি সকলকে আহ্বান জানাচ্ছি আসন্ন লোকসভা ভোটে ভোটারদের উপস্থিতির হার বাড়াতে তারা যেন ভোটারদের মধ্যে উৎসাহ জোগায়। বেশি সংখ্যায় ভোটদান আমাদের গণতান্ত্রিক কাঠামোর পক্ষে অত্যন্ত শুভ দিক। ’
এরপর নীতিশ কুমার, এইচ.ডি.কুমারস্বামী, রাম বিলাশ পাসওয়ান, পবন চামলিং, নবীন পট্টনায়ক, উদ্ধব ঠাকরে, ওয়াই.এস.জগনমোহন রেড্ডি, সর্বানন্দ সনোয়াল, হিমন্ত বিশ্বশর্মা, কনরাড সাংমাসহ আরও একাধিক রাজনীতিবিদকে মোদি বার্তা দিয়ে বলেন, আরও বেশি সংখ্যায় যাতে মানুষ তাদের ভোট দিতে পারে আমাদের সকলকে সেই পরিবেশ তৈরি করতে হবে।
রাজনীতিকদের পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ক্রিকেটার শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, বীরেন্দ্র শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর, এ.আর.রহমান, শিল্পপতি রতন টাটা ও আনন্দ মাহিন্দ্রা, অভিনেতা অমিতাভ বচ্চন, সলমান খান, আমির খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান ও নাগার্জুনা আক্কিনেনি, নোবেল পদকজয়ী সমাজসেবী কৈলাশ সত্যার্থী, সাবেক নারী আইপিএস কর্মকর্তা কিরণ বেদী, যোগগুরু বাবা রামদেব, জ্যাভলিন খেলোয়াড় নীরজ চোপড়া, রেসলার গীতা ফোগট, সংবাদ সংস্থা পিটিআই, এডিটর অরুণ পুরী, সঞ্জয় গুপ্তা, সাংবাদিক রাহুল কানোয়াল, সুধীর চৌধুরী, নাভিকা কুমার, স্মিতা প্রকাশসহ একাধিক ব্যক্তিকে উদ্দেশ্য করে ভারতের প্রধানমন্ত্রী জানান, ‘আমার সকল ভারতীয়-আপনাদের সকলকে আমার অনুরোধ ভারত জুড়ে ভোটারদের মধ্যে সচেতনা বাড়াতে আপনারা উদ্যোগী হন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাতে আরও বেশি সংখক মানুষ ভোট দিতে পারে তা সুনিশ্চিত করতে হবে। ’
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here