মধ্যপ্রাচ্যের সব সমস্যার জন্য ইহুদিরাই দায়ী: মাহাথির

0
226

খবর৭১ঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ইহুদিরা বক্রনাসিক। মধ্যপ্রাচ্যের সব সমস্যার জন্যই তারা দায়ী।

ফিলিস্তিনি ভূখণ্ডের মানবিক বিপর্যয়ের জন্যও ইহুদিদের অভিযুক্ত করেন ৯৩ বছর বয়সী মাহাথির মোহাম্মদ।

বিশ্বের সবচেয়ে বয়স্ক এ সরকারপ্রধান বলেন, যদি আপনি সত্যবাদী হন, তবে বলতে হবে- ইসরাইল রাষ্ট্র সৃষ্টির সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যের সমস্যার শুরু হয়েছে। এটিই সত্যি কথা, যা আমি বলতে চাইনি।

ইহুদিদের বিশেষ আখ্যায়িত করে বিবিসির হার্ডটকে দেয়া সাক্ষাৎকারে হলোকাস্টে ৬০ লাখ ইহুদিকে হত্যার যে পরিসংখ্যানের কথা বলা হয়, সেটিকে চ্যালেঞ্জ করেন মুসলিম বিশ্বের এ জনপ্রিয় নেতা। তিনি বলেন, সংখ্যাটা হবে ৪০ লাখ।

গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে মাহাথির মোহাম্মদ বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরাইলকে পুরস্কৃত করছে বিশ্ব।

তিনি বলেন, ফিলিস্তিনি নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরাইল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here