মধুমতির অব্যহত ভাঙ্গনে ঢাকা-পিরোজপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান

0
299

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারীতে মধুমতির ভয়াল থাবায় ঢাকা-পিারাজপুর মহাসড়কটির অধিকাংশ নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়ে পড়েছে। এতে রাজধানী ঢাকার সাথে বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সাথে পরিবহণ ও ভারীযান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ভাঙনের মুখে শৈলদাহ বাজারসহ আশপাশের অসংখ্য দোকানপাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা চরম হুমকির মুখে পড়েছে। ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি। সরেজমিন ঘুরে জানা গেছে, উপজেলার শৈলদাহ বাজার সংলগ্ন ঢাকা-পিরোজপুর মহাসড়কটি অব্যাহত ভাঙনের মুখে গত সোমবার রাতে সড়কের চার ভাগের তিন ভাগই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া সড়কের বাকী অংশে বড় ফাঁটল দেখা দেওয়ায় যে কোন সময় সেটি ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এতে পিরোজপুর, নাজিরপুর, পাথরঘাটা, বরগুনা, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পর্যটন কেন্দ্র কুয়কাটা ও খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলা-উপজেলার সাথে পরিবহন ও ভারীযান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দূরপাল্লার পরিবহন ও মালামালবাহী ট্রাক আটকে পড়ায় জনদুর্ভোগে পড়েছেন যাত্রীরা। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মো. মুজিবর রহমান শেখ, মো. আলম শেখসহ শৈলদাহ বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, গত কয়েক বছর ধরে নদী ভাঙন এখানে অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কোন মাথাব্যাথা নেই। এ পর্যন্ত শৈলদাহ বাজারের ব্যবসায়ী রোকা সরদার, ঝিলু শেখ, বাবুল শেখ, ইব্রহিম শেখ, রহমান শেখ, সোহবান শেখ, শাহাদাৎ শেখ, শাহআলম শেখ, মোমরেজ শেখ ও জাহাঙ্গীর শেখের ব্যবসা প্রতিষ্ঠানসহ অসংখ্য দোকান-পাট নদীতে বিলীন হয়ে যাওয়ায় তারা সর্বস্ব হারিয়ে পথে বসেছে। অথচ ভাঙন রেধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করা হয়নি বলেও তারা অভিযোগ তোলেন। স্থানীয় শৈলদাহ বাজারের ব্যবসায়ী মো. আলম শেখ জানান, ভাঙনের মুখে পার্শ্ববর্তী এসএসডি মাধ্যমিক বিদ্যালয়, নূরালী মাদ্রাসা ও একটি সাইক্লোন শেল্টার, একটি আলিয়া মাদ্রাসা হুমকিতে রয়েছে। দোলা পরিবহনের স্থানীয় কাউন্টার কর্মী মিরাজ শেখ জানান, ভাঙনে সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে পিরোজপুর থেকে ঢাকাগামী তাদের পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান জানান, বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। ভাঙন রোধে নানাভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ জানান, তিনি এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here