মধুখালী বাজার হবে অাধুনিক বাজারের মডেল

0
518

 

সালেহীন সোয়াদ সাম্মী, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী বাজারকে অাধুনিক মডেল বাজারে রুপদান করার প্রতিশ্রুতি
দিয়েছেন সরকারি অাইনউদ্দীন কলেজের সাবেক এজিএস এবং মধুখালী বাজারের সদ্য
নির্বাচিত ক্রিড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম। তার
সপ্ন মধুখালী বাজার হবে অাধুনিক বাজারের মডেল।

মধুখালী বাজার ব্যবসায়ীদের নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে মোঃ
ওবায়দুল ইসলাম খবর৭১ কে বলেন বাজারের সকল ব্যবসায়ীদের যে কোন সমস্যায়
পাশে দাড়াবো। তরুন ব্যবসায়ীদের ব্যবসায়ে সফলতা ধরে রাখতে সবসময় তাদের
পাশে থাকবো। বাজারের কোন ব্যবসায়ী যাতে মাদক, জুয়া, IPL বাজি ইত্যাদিতে
অাসক্ত না হয় সেজন্য তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক
অনুষ্ঠানের অাযোজন করবো। বাজার ব্যবসায়ীদের নিয়ে মাসিক সভার অায়োজন
করতে চেষ্টা করবো।

সদ্য নির্বাচিত এ প্রতিনিধি অারও বলেন ব্যবসায়ীরা অামাকে তাদের মূল্যবান
ভোটদিয়ে নির্বাচিত করেছে অামি তাদেরকে ধন্যবাদ জানায়। বাজারের উন্নয়নের
ক্ষেত্রে অামি অামার পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান
কালাকে নিয়ে এক সাথে কাজ করতে চায়।

উল্লেখ্য গত ১৫/৪/১৮ তারিখে মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন
অনুষ্ঠিত হয়। সেখানে বাসার-মিলন পরিষদের ক্রিড়া সাহিত্য ও সাংস্কৃতিক
সম্পাদক ওবায়দুর রহমান ফুটবল মার্কায় সবচেয়ে বেশি ৯৪৬ ভোট পেয়ে জয় লাভ
করে। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান কালা ক্রিকেট ব্যাট মার্কায়
পেয়েছেন ৪৫৯ ভোট।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here