মধুখালীতে স্ত্রী শাশুড়ির নির্যাতনের স্বীকার জামাই

0
393

সালেহীন সোয়াদ সাম্মী, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে স্ত্রী ও শাশুড়ি কতৃক জামাই নির্যাতনের খবর পাওয়া
গেছে। সোমবার সন্ধায় ভুক্তভুগী জামাই রাকিবুল ইসলাম (৩২) তার প্রতি
নির্যাতনের অভিযোগ এনে মধুখালী থানায় সাধারন ডায়েরি দায়ের করেন। জানা যায়
প্রায় ৩ বছর অাগে কোরকদী ইউনিয়নের উজানদিয়া গ্রামের মৃত অাব্দুল হাকিম
শেখের পুত্র মোঃ রাকিবুল ইসলাম লিটনের সাথে একই ইউনিয়নের মোল্লাডাঙ্গী
শ্রীরামপুর গ্রামের মোঃ ওহিদ মোল্লার মেয়ে সুচরিতা অাক্তার শিরিনের বিবাহ
হয়। বিয়ের পর থেকে স্ত্রীর সাথে তার পারিবারিক নানা বিষয় নিয়ে ঝামেলা
হতে থাকে। এর মধ্যে একবার সমস্যা সমাধানের জন্য পারিবারিক ভাবে চেষ্টা
করা হলেও সমস্যার সাময়িক সমাধান হয়।

এ ব্যাপারে মোঃ রাকিবুল ইসলাম বলেন, অামি ঢাকায় চাকুরি করি। সোমবার অামি
ঢাকা থেকে কিছু ফল,মাছ নিয়ে শশুরবাড়ি গেলে অামার স্ত্রী সুচরিতা অাক্তার
বলেন তুই এ বাড়িতে এসব নিয়ে কেন অাসছিস। তার শাশুড়ি মোছাঃ রোকেয়া বেগম
বলেন অামার মন ভোলাতে এসব নিয়ে অাসছো। এই বাড়ী থেকে চলে যা। মেয়ে বলেন
এবার দুই জনে মেলে চলো বেধে ফেসি। এক পর্যায়ে তাকে মারতে গেলে এলাকার
লোকজন তাকে রক্ষা করে মধুখালীতে নিয়ে অাসে। তাকে মারধর করা, কাছে থাকা
কিছু টাকা এবং মোবাইল ফোন রেখে দেবার অভিযোগ এনে তিনি মধুখালী থানায়
স্ত্রী ও শাশুড়িদদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
তিনি অারও বলেন শশুরবাড়ীতে অামি কিছু টাকা পাবো সেগুলো চাওয়া মাত্রই
ঝামেলার সৃষ্টি হয়।

মোঃ রাকিবুল ইসলামের বড় ভাই অাবু বক্কর সিদ্দিক বলেন অামার অামার মা ছোট
বেলায় মারা যান। তখন থেকে অামার বোন এবং ভায়েরা ওকে মায়ের অভাব বুঝতে
দেয়নি। কিন্তু বিয়ের পর থেকে শশুড় বাড়ির সাথে ওর ঝামেলা চলছে যা অামরা
কয়ভাই বোন ওর শশুড় বাড়িতে বসে সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু সোমবারের
ঘটনার বিষয়টি থানায় অবহিত করি।

এ ব্যাপরে মধুখালী থানার দায়িত্বপ্রাপ এস অাই সুবির কুমার সাহা জানান
মোঃ রাকিবুল ইসলাম লিটন থানায় একটি লিখিত অভিযোগ দেবার পর অামি ঘটনাটির
সত্যতা নির্ণয়ের জন্য তদন্ত করছি । সত্যতা প্রমানিত হলে এ ব্যাপারে
অামরা দ্রুত পদক্ষেপ নেব।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here