মধুখালীতে প্রায় ৩০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার

0
445

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে ১৬ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে স্থানীয়রা। শনিবার ভোরে উপজেলার গাজনা ইউনিয়নের বড়াইল গ্রামের আকরাম মৃধার বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ওই সাপটি আটক করা হয়।

অজগরটি আকরাম মৃধার বাড়িতে একটি খাঁচায় আটক করে রাখা হয়েছে। সাপটি দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ ভিড় করছে। তবে বিশাল আকৃতির এ অজগর সাপটি কোথা থেকে এসেছে তা কেউ বলতে পারছে না।

আকরাম হোসেন জানান, তিনি শনিবার ভোরে তার পুরাতন বাড়ি থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নতুন বাড়িতে ফিরছেলেন। পথে রাস্তার উপর বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। পরে অন্যদের সহায়তায় তিনি সাপটি আটক করে নিজ বাড়িতে নিয়ে আসেন।

এলাকাবাসী জানান, কিছুদিন থেকেই এলাকার হাঁস মুরগি নিখোঁজ হচ্ছিল। এতেই ধারণা করা হচ্ছে- সাপটি অনেক দিন আগে থেকেই এলাকায় অবস্থান করছিল ও তাদের হাঁস মুরগি খেয়েছে।

এ ব্যাপারে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার বলেন, এলাকায় এ ধরনের সাপ থাকার কথা নয়, কিভাবে কোথা থেকে এলো বিষয়টি তদন্ত করে দেখা হবে। সাপটি সংরক্ষণের জন্য বন বিভাগকে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here