মত পাল্টালেন ট্রাম্প, কিমের সঙ্গে বৈঠক হবে

0
284

খবর ৭১ঃউত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাতিল করার একদিনের ব্যবধানে আবার মত পাল্টেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ব্লুমবার্গের।

কিমের সঙ্গে আগামী ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য সংলাপ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার স্থানীয় সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করছেন। শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে দেয়া সুন্দর বিবৃতির পরই যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে এগিয়ে এসেছে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। আমরা সংলাপটি করতে চাই। ১২ জুন সংলাপ অনুষ্ঠিত হতে পারে।

এর আগে সংলাপ বাতিল করে উত্তর কোরিয়াকে চিঠি দিয়েছিলেন ট্রাম্প। বৃহস্পতিবার গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।

পরের দিন শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে এক বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে ট্রাম্পের এ সিদ্ধান্ত কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here