মতাসীন দল বিনা ভোটে আবারো ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে—মিজানুর রহমান চৌধুরী

0
332

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বিএনপি নেতা-কর্মী ও দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতাসীন দল আবারো বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। দেশেনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার স্বপ্ন দেখছে আওয়ামীলীগ। নির্বাচনের আগেই জুলুমবাজ সরকারের জেলের তালা ভেঙ্গে দেশনেত্রী খেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। খালেদা জিয়ার মুক্তি ও অবৈধ সরকারের পতন আন্দোলনে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। গতকাল রোববার বিকেলে জাউয়া আকিল কমিউিনিটি সেন্টারে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জাউয়া, সিংচাপইড়, ভাতগাঁও ও চরমহলা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলে আহবায়ক গোলাম হোসেন সাকিলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি তকুদ্দুছ আলী পীর, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, জাউয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত,ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াছ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আবু সুফিয়ান, আনোয়ার হোসেন সাগর, এসএম ছমরু মিয়া, আবু ছালিক, আলী আশকর আমজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবিদুর রহমান আবিদ, সাধারন সম্পাদক রাহেল আহমদ, চরমহলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির বিএনপির সাধারন সম্পাদক সায়েম আহমদ, এড. আব্দুল আহাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, সিলেট মদনমোহন কলেজ ছাত্রদলের আহবায়কএসএম সেবুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, জসিম উদ্দিন, কয়েছ আহমদ। বক্তব্য রাখেন, যুবদল নেতা আজিজুর রহমান, গাজী মিলটন, সুজুন, আলেক, ছালেক মিয়া, সালেহ আহমদ, সুজন মিয়া, আবু শামীম লিকসন, ফুজায়েল বিন হাবিব, হাবিবুর রহমান সুজন, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, সাব্বির আহমদ স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here