মজুরী বৈষম্যে নারী শ্রমিকরা

0
251

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ক্ষেত-মজুর হিসেবে মজুরী বৈষম্যের শিকার হচ্ছেন নারী শ্রমিকরা।
জানা গেছে, চলতি বোরো ক্ষেতসহ বিভিন্ন ক্ষেত্রে পুরুষ শ্রমিক সংকট ও মজুরী বেশি হওয়ায় নারী শ্রমিকদের প্রতি বেশি ঝুঁকে পড়ছেন কৃষকরা। কর্মক্ষেত্রে মজুরী বৈষম্য জেনেও জীবিকার তাগিদে তারা কাজ করে যাচ্ছেন। রামজীবন ইউনিয়নের সুর্বণদহ গ্রামে বোরো ক্ষেত্রে কর্মরত নারী শ্রমিক আরিফা, জোবেদা, কহিনুর , জোসনাসহ অনেকে জানান কাজের ধরণ সময় অনুসারে মজুরী নির্ধারণ করা হলেও নারী শ্রমিক বলে তারা পুরুষ শ্রমিকের চেয়ে অনেক কম মজুরী পান। তারা সারাদিন বোরো ধান ক্ষেতে আগাছা তোলার কাজে হাড় ভাঙ্গা পরিশ্রম করলেও মজুরী পাচ্ছেন এক থেকে দেড়শত টাকা। এমন মজুরী বৈষম্যের প্রশ্ন তুললে মালিকরা অনেক সময় নারী বলে তাদের কাজে নিতে অনিহা প্রকাশ করেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here