মঙ্গলবার থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু

0
236

খবর৭১ঃ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে।

কয়েকটি ধাপে চলবে এ হালনাগাদ কার্যক্রম। এর মধ্যে প্রথম ধাপে ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ৬৪ জেলার ১৩৫টি উপজেলা/থানায় ভোটারের তথ্যসংগ্রহ করা হবে।

সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, এবার সারাদেশে ৮০ লাখ ভোটারের তথ্য সংগ্রহ করার টার্গেট নিয়ে কমিশন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে।

সচিব বলেন, ‘এবার হালনাগাদ কার্যক্রমে ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এসব নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এরমধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের নাম ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আর তাদের বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি, তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে।’

৫২ হাজার ৫০০ জন তথ্য সংগ্রহকারী, ১০ হাজার ৫০০ জন সুপারভাইজার ও ৭৮০ জন সহকারী রেজিস্ট্রেন অফিসার এই কর্মযজ্ঞে নিয়োজিত থাকবেন বলেও জানান ইসি সচিব।

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৫০২ জন ও মহিলা ৫ কোটি ৩ লাখ ৭ হাজার ৫৪৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here