ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে চীন

0
237

খবর৭১ঃ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে যাচ্ছে চীন। ZKZM-500 নামের এই অ্যাসল্ট রাইফেলটি এক কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে মেরে ফেলে দিতে পারে।

‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রকাশিত এ রিপোর্ট থেকে এ খবর জানা যায়।

গবেষকরা বলছেন, এনার্জি বিম ব্যবহার করে এটি বানানো হবে। অস্ত্রটির ওজন হবে আনুমানিক তিন কেজি। আর আয়তনে অনেকটা AK-47-এর মত। তবে AK-47-এর থেকে এর শক্তি হবে অনেক বেশি।

এই অস্ত্রটির এনার্জি বিম বা রশ্মি খালি চোখে দেখা যাবে না, তবে সেটি দৌঁড়াতে পারবে কয়েকশ মিটার। টার্গেটে না পৌঁছনো পর্যন্ত থামবে না। সেই বীম ঢুকে যাবে শত্রুর শরীরে। তারপর কষ্টদায়ক মৃত্যু ডেকে আনবে।

এতে ব্যবহার করা হবে লিথিয়াম ব্যাটারি, যা রিচার্জ করা যাবে। পরপর ১ হাজার বার ফায়ার করা যাবে এটি। এটা ফায়ারের সময় লাগবে দুই সেকেন্ড। গাড়ি কিংবা জাহাজেও লাগানো যাবে এই অস্ত্র।

একইসঙ্গে একগুচ্ছ বন্দুক বানানো হচ্ছে চীনে। এক ইউনিটের দাম হবে ১৫০০০ মার্কিন ডলার।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here