ভোলায় ২৫ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ডাক্তারের ১৩৮ পদ শুন্য

0
574

খবর৭১:খবর৭১,মিজানুর রহমান ভোলা ঃ
দ্বীপ জেলা ভোলার ২৫ লাখ মানুষ প্রকৃত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তারা যথা সময়ে সঠিক সেবা না পেয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পরেন। ডাক্তারের ১৩৮ পদ শুন্য রয়েছে। এর মধ্যে সিনিয়র কনসালটেন্ট সার্জারী, জুনিয়র কনসালটেন্ট কাডিওলজিষ্ট, জুনিয়র কনসালটেন্ট রেডিওলজি, রেডিওলজিষ্ট, ইএমও, মেডিকেল অফিসার। দ্বীপ জেলা ভোলা থেকে সন্ধ্যার পরে বরিশাল বা ঢাকা যাওয়ার কোন পথ না থাকায় রোগে আক্রান্ত রোগীকে সহজেই মৃত্যুকে বরন করতে হয়। আর যারা বেচে থাকেন তারা ওই রোগকেই সাথী করে বেচে থাকতে হয়। এর মধ্যে এক প্যাথলজী কর্মী এ্যাপেন্টিসাইট রোগের অপারেশন করতে গিয়ে ওই টেবিলেই মৃত্যু বরন করেছেন। এনিয়ে ভোলায় তোলপাড় হয়েছে। ভোলায় ভাল কোন ডাক্তার এসে বেশী দিন থাকেন না। তারা বেশী আয়ের আশায় মন্ত্রনালয়ে তদবীর করে অন্যত্র চলে যান। আবার স্থানীয় ডাক্তারদের অত্যাচারে বাহিরের ভাল কোন ডাক্তার বেশী দিন ভোলায় থাকতে পারেননা। অপ্রোজনীয় স্থানীয় ডাক্তারদেরকে অন্যত্র বদলী করে দেয়া উচিত বলে ভুক্ত ভুগী রোগীরা মনে করেন। তা হলে প্রয়োজনীয় ভাল ডাক্তারেরা ভোলায় থাকতে পারবেন এবং ভোলার ২৫ লাখ লোকে সুচিকিৎসা পাবেন। ভোলার ২৫ লাখ মানুষ সুস্থ্য জীবন জাপন করতে হলে ১৩৮টি শুন্য পদ পুরন করা জরুরী বলে মনে করছেন সচেতন মহল।
সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার জানান, আমরা ৭টি সাব সেন্টার, ৫৫টি ইউনিয়ন ও হাসপাতালসহ ১২টি প্রতিষ্ঠানে মঞ্জুরীকৃত পদের সংখ্যার চেয়ে ১৩৮টি পদে শুন্য রেখে প্রতিটি প্রতিষ্ঠানের চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচিছ। যতটুকু সম্ভব ততটুকু সেবা আমরা দিয়ে থাকি। সেবার কোন ত্রুটি করিনা। সিনিয়র কনসালটেন্ট সার্জারী, জুনিয়র কনসালটেন্ট কাডিওলজিষ্ট, জুনিয়র কনসালটেন্ট রেডিওলজি, রেডিওলজিষ্ট, ইএমও, মেডিকেল অফিসারসহ ১৩৮ টি ডাক্তারের পদ শুন্য রয়েছে দির্ঘদিন। তবে শুন্য পদে ডাক্তার চেয়ে মন্ত্রনালয়ে চিঠি দেয়া হয়েছে।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here