ভোলায় ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়াবাসহ গ্রেপ্তার

0
449

খবর৭১ঃ ভোলায় মাদক বিক্রির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯ টায় ৮ নম্বর পৌর এলাকার ওসমানিয়া জামে মসজিদের পাশ থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ভোলা জেলা ছাত্রলীগের সাবেক ওই সভাপতির নাম মোস্তাক আহম্মেদ শাহীন। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত এবং নিজেও মাদক গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ জানান, সপ্তাহব্যাপী (৮-১৩ এপ্রিল) অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা শাখার টিম জেলার সদর রোডে দায়িত্ব পালন করেছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই শান্তুনো দেবনাথ ও সদর থানার এসআই শহিদুল ইসলামসহ একটি টিম ওসমানিয়া জামে মসজিদের পাশে ফাঁকা রাস্তায় মোস্তাক আহমেদ শাহীনকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে জানা যায়, তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

শাফিন মাহমুদ আরও জানান, মোস্তাক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত এবং নিজেও মাদক গ্রহণ করেন। তার বিরুদ্ধে মাদ্রকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ছাড়া ভোলা পুলিশ সুপারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান মীর শাফিন মাহমুদ।

প্রেস ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন জেলা ডিভির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here