ভোলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

0
336

খবর ৭১ ভোলা প্রতিনিধিঃ
ভোলার সাত উপজেলার বিভিন্ন স্থানে বুধবার বিকালে ও গত কাল বৃহস্পতিবার দুপুরে কালবৈশাখী ঝড়ে ঘর-বাড়ি, গাছপালা ও হাজার হাজার একর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিকাল ও দুপুরে হঠাৎ করে ঝড়-বৃষ্টি ও বিদ্যৎ চমকাতে থাকে। প্রায় ২ ঘন্টা ঝড়-বৃষ্টিতে বিভিন্ন এলাকায় অনেক গুলো কাচা ঘর ভেঙ্গে যায়। বেশ কিছু বড় বড় গাছ উপড়ে পরে ঘর চাপা পরে। আম-লিচু গুলো জরে পরে। পাকা ইরি-বোর ধানসহ পানিতে তলিয়ে যায় মরিচ, বেগুন,বাদাম, মুগ ডাল, তিল ও সোয়াবি। করল্লা, রেখা ও ডাটা গাছ গুলো দুমড়ে মুচরে পানির নিচে তলিয়ে যায়। এসব ফসল গুলোর ব্যাপক ক্ষতি হয়। হতাশায় ভুগছেন কৃষকেরা। শত শত খামারের মাছ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পরেছেন খামারিরা। হাস-মুরগীর খামারে ঠান্ডা জনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রমন দেখা দিয়েছে শত শত খামারে। খামারিরা হতাশ হয়ে পরছেন। তারা লাখ লাখ টাকার ক্ষতির আশংকা করছেন। বৃষ্টিতে পানি জমে শত শত ইট ভাটার কোটি কোটি টাকার ইট নষ্ট হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here