ভোট বাতিল করে সঠিক নির্বাচন দিতে হবে: ফখরুল

0
341

খবর৭১ঃ ৩০ ডিসেম্বরের কলঙ্কিত ভোট বাতিল করে পুনরায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সঠিক নির্বাচন দিতে হবে বলে আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর মহানগরীর একটি হোটেলে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কলঙ্কিত এ নির্বাচনের ফলাফল দেশের জনগণের কাছে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে এই সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে। জনগণের ভোট ডাকাতি করেছে আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের সুযোগ পেয়েছিল। কিন্তু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ আবার ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। তাই এই সরকার ও সিইসির অধীনে আর কোনও নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেই বলেছি, এ ভোট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি তথা ঐক্যফ্রন্টের অনেক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। নিহতদের প্রতি ঐক্যফ্রন্ট সমবেদনা জানায়।’

এসময় কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আসম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা.জাফরউল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপি’র সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু সহ রংপুর ও লালমনিরহাট বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সকাল ১১টায় একটি বেসরকারি বিমানযোগে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা সৈয়দপুর বিমানবন্দরে অবতণ করেন। পরে সড়কপথে সৈয়দপুর থেকে রংপুরের হারাগাছ হয়ে লালমনিরহাট জেলার রাজপুরের খলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহত ওয়ার্ড বিএনপির নেতা তোজাম্মেল হকের কবর জিয়ারত ও নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। এরপর নিহত বিএনপি নেতার বাড়ির পাশে তারা প্রতিবাদ সমাবেশ করেন। পরে বিকেলে সড়কপথে আবারও সৈয়দপুর হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন নেতৃবৃন্দ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here