ভোট পর্যবেক্ষণে ২১ নভেম্বরের মধ্যে আবেদন

0
277

খবর৭১:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে নিবন্ধিত ১১৮ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক বলেন, নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। কোথায়, কতজন নিয়োজিত থাকবে তা আবেদনে উল্লেখ করতে হবে। নীতিমালা মেনে নির্ধারিত ফরমে এ সংক্রান্ত আবেদন করতে সংশ্লিষ্ট ১১৮টি সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে।

এছাড়া বিদেশি পর্যবেক্ষক সংস্থা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্টদের সহায়তা করবেন। দেশি-বিদেশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে অনুমোদিত কার্ড সরবরাহ প্রক্রিয়াও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বলে জানান আশাদুল হক।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here