ভোটের শেষটা দেখব, মাঠ ছাড়ব না: মির্জা ফখরুল

0
258

খবর৭১ঃ নির্বাচনের শেষটা দেখব, মাঠ ছাড়ব না’-এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দিনাজপুর শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে, যাতে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে না পারে। আওয়ামী লীগের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে একাধিকবার জানালেও তারা কোনো সাড়া দিচ্ছে না।

আওয়ামী লীগ বিএনপির নেতাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, প্রকাশ্যে আওয়ামী লীগের লোকজন ধারালো অস্ত্র নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। তারা যেটিই করুক আমরা নির্বাচনের শেষটি দেখব। নির্বাচনের মাঠ ছাড়ব না। আমরা নির্বাচনে অংশ নিয়ে দেখিয়ে যেতে চাই, এ দেশে নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।

জাতীয় ঐক্যফ্রন্টের এ মুখপাত্র বলেন, কিছু দিন আগেও ভোটের সুষ্ঠু পরিবেশ ছিল। এখন তা নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, গত কদিন ধরে বিএনপির শীর্ষ নেতাদের ওপর আওয়ামী লীগ জুলুম-নির্যাতন করছে। আমাদের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। কয়েকজনকে রক্তাক্ত জখম করা হয়েছে। প্রার্থীদের স্ত্রী-পরিজনদেরও রেহাই দেয়া হচ্ছে না। নির্বাচনী প্রচার কার্যক্রমে বিএনপিকে অংশ নিতে দেয়া হচ্ছে না।

এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দরের পথে রওনা দেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here