ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের অভিযান সৈয়দপুরে ৩ হোটেল মালিককে অর্থদন্ড

0
229

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর ভেজাল বিরোধী অভিযান ৪টি খাবার হোটেল মালিককে অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে ওই অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, রংপুর বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের উপ-পরিচালক আফসানা পারভিন নেতৃত্বে শহরের উপকন্ঠ চৌমুহনী খামার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নোংরা পরিবেশ খাবার তৈরী এবং পরিবেশন সহ রং মিশিয়ে নিমকি জাতীয় মিস্টান্ন তৈরীর দায়ে ৩টি খাবার হোটেলের অর্থদন্ড করা হয়েছে।
এসবের মধ্যে জয় মিষ্টান্ন হোটেলের ৩ হাজার টাকা, চৌমুহনী হোটেলের ৩ হাজার টাকা ও ফরহাদ হোটেলের ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় রং দিয়ে তৈরী বিপুল পরিমান নিমকি জাতীয় মিষ্টান্ন খাজা নদীতে ফেলে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে অর্থদন্ডপ্রাপ্ত হোটেল মালিকদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর স্যানেটারী পরিদর্শকরা যথাক্রমে অহিদুল ইসলাম ও আলতাফ হোসেন, থানা পুলিশসহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here