ভোক্তা অধিকার দিবস পালন

0
342

ইবি প্রতিনিধিঃ

বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৯ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কনজুমার ইয়ুথ বিশ্ববিদ্যালয় শাখা এর আয়োজন করে। শনিবার বেলা এগারোটায় ক্যাম্পাসের অনুষদ ভবন থেকে র্যালী শুরু হয়। র‌্যালিতে শিক্ষার্থীরা “পণ্যে আমার অধিকার-জানার আছে দরকার, ভোক্তা হলে সচেতন-বন্ধ হবে অনিয়ম, সচেতন হোন সুন্দর জীবনের জন্য সহ বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টার বহন করে।

পরে র্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা, আই আই ই আর এর পরিচালক ও কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মেহের আলী, পরিবহন প্রশাসক অধ্যাপক রেজওয়ানুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রাশিদুজ্জামান, আইন বিভাগের সহকারী অধ্যাপক আনিচুর রহমান, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, কনজুমার ইউয়ুথ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ইমরান শুভ্র ও ইবি শাখার সভাপতি শামিমুল ইসলাম সুমন প্রমুখ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here