ভেদরগঞ্জে বৈশাখি মেলায় যেতে টাকা না দেয়ায় আত্বহত্যা।

0
314

খবর৭১:ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধিঃ

বৈশাখী মেলায় যেতে মা টাকা দেয়নি তাই অভিমান করে আত্মহত্যা করেছে মীম আক্তার (১৫) নামে শরীয়তপুরের এক স্কুলছাত্রী। রোববার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মীম উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামভদ্রপুর গ্রামের কামাল হাওলাদারের মেয়ে। সে সামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, শুক্রবার সকালে মা রুমা আক্তারের কাছ থেকে তার মেয়ে মীম মেলায় যাওয়ার জন্য টাকা চায়। টাকা না দেয়ায় মীর তার মায়ের সঙ্গে ঝগড়া করে। এক পর্যায়ে মীম ক্ষোভে দুঃখে ঘরের বারান্দান চালের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। এ সময় প্রতিবেশিরা গোঙ্গানির শব্দ পেয়ে মীমকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দুপুর ১টার দিকে ময়নাতদন্তের জন্যে মীমের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মীম আত্মহত্যা করেছে। মীমের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here