ভেজাল মদ পানে ভারতের একই পরিবারের চার সদস্যসহ ১০ জনের মৃত্যু

0
347

খবর৭১ঃ ভারতের উত্তর প্রদেশে ভেজাল মদ পানে একই পরিবারের চার সদস্যসহ ১০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও কয়েকজনকে। মদ খাওয়ার পর থেকেই তাদের অসুস্থ হওয়ার খবর আসতে শুরু করে। ২৭ মে সোমবার রাতে রাজ্যের বারাবংকি জেলার রামনগরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পরপরই মদের দোকানটি সিলগালা করে দেয় কর্তৃপক্ষ। কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আতিদ্যনাথ। একইসঙ্গে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে রামনগর এলাকায় শুল্ক বিভাগ অনুমোদিত একটি দোকান থেকে কেনা দেশি মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। দ্রুত তাদের রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০ জন মারা যান। বাকীদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বারাবংকি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই রাণীগঞ্জ ও এর আশপাশের গ্রামের বাসিন্দা। ২০১৮ সালেও উত্তর প্রদেশের এই বারাবংকি জেলায় ভেজাল মদ পানে নয়জনের মৃত্যু হয়।

ভারতে সম্প্রতি আসামের গোলাঘাট ও জোরহাটে ভেজাল মদ পানে ১৬৫ জনের মৃত্যু হয়। সূত্র: পার্স টুডে, ওয়ান ইন্ডিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here