‘ভূমি দিবসের’ শুরুতেই এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

0
305

খবর ৭১ঃ ফিলিস্তিনে ‘ভূমি দিবসের’ শুরুতেই একজন কৃষককে গুলি করে হত্যা করেছে ইসরাইল। এতে আহত হয়েছে আরো এক ফিলিস্তিনি। শুক্রবার দেশটির গাজা স্ট্রিপের খান ইউনিস শহরে এই ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, নিজের ক্ষেতে কাজ করার সময় নিহত ও আহত ব্যক্তি গুলিবিদ্ধ হন। ইসরায়েলি বাহিনী তাদের ওপর কামানের গুলি নিক্ষেপ করে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তা বেষ্টনীর কাছে সন্দেহজনক কর্মকান্ডে নিয়োজিত দুই ব্যক্তিকে গুলি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

১৯৭৬ সাল থেকে বছরের ৩০শে মার্চ ফিলিস্তিনিরা ইসরাইলের দখলদারিত্বের প্রতিবাদে ‘ভূমি দিবস’ পালন করছে। এ বছরে দিবসটিকে কেন্দ্র করে দু’দেশের সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এদিন প্রায় ১০ হাজার ফিলিস্তিনি ইসরাইলের সীমানা বেড়ার উদ্দেশ্যে পদযাত্রা করার কথা রয়েছে। অন্যদিকে, সহিংসতার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনী।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here