ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন ভোলার গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়ার্ট বিদ্যুৎ প্লান্ট

0
228

মিজানুর রহমান ভোলা প্রতিনিধি ঃ
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ভোলার গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কমবাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট। গত কাল বুধবার দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেন। ভোলার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে ভিডিও কনফারেন্সে সভায় উপস্থিত ছিলেন-ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল,জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলুসহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিক ছিলেন।
এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এতে এক দিকে যেমন বরিশাল খুলনা অঞ্চলের ১৬ জেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে তেমনি শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রার আরও গতি সঞ্চার হবে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here