‘ভায়রা-ভাই’ জুটিও টিকল না

0
334

খবর ৭১:আরেকটি হতাশাজনক ফাইনালের মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া মামুলি টার্গের সামনে এখন মহাবিপদে টিম টাইগার।

ইতিমধ্যেই প্যাভিলিয়নে ফিরে গেছেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান। আশা জাগাচ্ছিল ব্যক্তিগত জীবনের দুই ভায়রা ভাই মাহমুদ উল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমের জুটি। কিন্তু আকিলা ধনঞ্জয়ার বলে উপুল থারাঙ্গার হাতে ধরা পড়লেন মুশফিক (২২)। হতাশ ভঙ্গিতে মুশির মাথা নাড়াতে নাড়াতে মাঠ ছাড়ার দৃশ্য ছুঁয়ে গেল সবাইকে।
২৪.৩ বলে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৮৪ রান।

২২২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মহাবিপদে পড়ে সাকিব বিহীন বাংলাদেশ। দলীয় ১১ রানে চামিরার বরে ধনঞ্জয়ার তালুবন্দি হলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল (৩)। আঙুলে চোট পেয়ে সাকিব গেছেন হাসপাতালে। এই ম্যাচে খেলা অনিশ্চিত।

১০ জনের দলে ৩ নম্বরে নামেন সাব্বির। একটু পরেই রানআউট হয়ে যান মোহাম্মদ মিথুন (১০)। চলতি সিরিজের শেষ ম্যাচেও ব্যর্থ সাব্বির। ২ রান করে চামিরার দ্বিতীয় শিকার হয়েছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২২১ রানে অল-আউট হয়ে শ্রীলঙ্কা। দলীয় ৮ রানে দানুশকা গুনাথিলাকাকে (৬) তামিম ইকবালের তালুবন্দি করেন সিরিজে প্রথমবার দলে ফেরা মেহেদী মিরাজ। এরপর অবশ্য কুশল মেন্ডিসের হাতে ২ চার ৩ ছক্কা খেতে হয়েছে মিরাজকে। ৯ বলে ২৮ রান করা কুশলকে মাহমুদ উল্লাহর তালুবন্দি করে থামিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here